শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যদের 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যদের 

সরকারি বিধি মোতাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের যৌথসভার মধ্য দিয়ে রেজুলেশনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ড করার কথা থাকলেও কোন নিয়মনীতির তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে পরিষদের সকল কার্যক্রম চালিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকার ৩নং বালাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডারের বিরুদ্ধে। 

ইউনিয়ন পরিষদের গ্রাম-অঞ্চলের অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে ইউপি সদস্যরা। 

গত ২৫-জানুয়ারি ১০ মেম্বরের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন তারা। এছাড়াও অভিযোগের অনুলিপি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে সদস্যদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া রেজুলেশন তৈরি করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প, বেতন ভাতা উত্তোলন করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন। 

১১ জন ইউপি সদস্যদের মধ্যে ১০ জনেই যৌথভাবে লিখিত অভিযোগ করেন। 

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার বলেন, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হয়, আবার মিটমাটও হয়। আমাদের মধ্যে সমস্যা হয়েছে আমরাই সমাধান করবো, এগুলো নিয়ে বারাবাড়ি করার প্রয়োজন নেই। 

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার বলেন, গত বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ